বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়, আমন্ত্রণ পেল যেসব দল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৪:০০

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছেন।


শনিবার বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।


রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।



প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময়ের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কয়েকটি দলের নেতারা।


এর মধ্যে রয়েছে, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম ও জাতীয় পার্টি।


বিকাল তিনটায় শুরু হবে খেলাফত মজলিশের দুই অংশের সঙ্গে প্রথম মতবিনিময় সভা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও