প্রথম সেশনে ৯৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান
মধ্যাহ্ন বিরতির আগে কঠিন পরীক্ষা দিলেন বাংলাদেশের বোলাররা
প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে প্রত্যাবর্তন টেস্টে বড় কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেটাই শেষ। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব–শান মাসুদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান শুধু প্রাথমিক ধাক্বাই সামলে ওঠেনি, রাওয়ালপিন্ডির তপ্ত রোদে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলেছে। মধ্যাহ্ন বিরতির আগে ৪ ছুঁই ছুঁই রানরেটে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকেরা।
টেস্ট ক্যারিয়ারে দশম ফিফটি পূরণ করে ৫৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাসুদ। ওপেনার আইয়ুবও আছেন ফিফটির অপেক্ষায়। তিনি ব্যাট করছেন ৪৩ রান নিয়ে।
প্রথম ১০ ওভারে তিন পেসারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। সবুজ উইকেটে শুরুর দিকে ভালোই সুবিধা পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে ক্রিজে থিতু হওয়ার পর তাঁদের স্বচ্ছন্দ্যেই সামলেছেন আইয়ুব ও মাসুদ।
দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান মিলে ৪ ওভারে ১৭ রান দিলেও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।
পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন আইয়ুব–মাসুদ
তাসকিন আহমেদের ‘স্বপ্নের ডেলিভারি’তে প্রথম ওভারে আবদুল্লাহ শফিককে হারিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক শান মাসুদের সঙ্গে আরেক ওপেনার সাইম আইয়ুব জুটি বেঁধে শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টায় করছেন। ১০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান।
আইয়ুব রয়েসয়ে খেললেও মাসুদ ওয়ানডে মেজাজে ব্যাট করছেন। আইয়ুব ৩৫ বলে ১৬ ও মাসুদ ১৯ বলে ২২ রানে অপরাজিত। দুই প্রান্ত থেকে প্রথম ৮ ওভার করেছেন তাসকিন ও হাসান মাহমুদ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন প্রথমবার বোলিংয়ে পরিবর্তন এনেছেন নবম ওভারে নাহিন রানাকে এনে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- বাংলাদেশ-পাকিস্তান