ত্রাণ: কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, অভিযোগ ‘দলাদলির’
অগাস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে ছুটছে মানুষ; ব্যক্তি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় তরুণ আর রাজনৈতিক দলের ব্যানারেও সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকেই।
তারপরও বন্যাকবলিত ফেনীতে ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষের অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ আর বিএনপি সমর্থিতদের মধ্যে বেঁধেছে বিপত্তি। কে, কোন দলের, সেটি বিবেচনা করে দেওয়া হচ্ছে ত্রাণ। আওয়ামী লীগের কেউ বন্যাকবলিত হলেও সেখানে যাচ্ছে না বিএনপির কেউ। অভিযোগ উঠেছে দলাদলির।
নোয়াখালী সদর উপজেলার দিনমনির বাজার হয়ে হাঁটু পানি মাড়িয়ে কিছুদূর এগোলেই আজিজুল্লাহপুর গ্রাম। শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল, মূল পথের পুরোটাই এখনও পানির নিচে। রাস্তার দুই পাশের বাড়িগুলোতেও হাঁটু পানি।
প্রায় ১২ দিন ধরে পানিবন্দি এ গ্রামে সবাই ক্ষতিগ্রস্ত। দিনমজুর আর মধ্যম আয়ের মানুষগুলো বেশি বিপাকে।
যারা ত্রাণের জন্য রাস্তায় দাঁড়াচ্ছেন, তাদের কেউ কেউ পাচ্ছেন। যারা দাঁড়াচ্ছেন না, তারা কিছু্ই পাচ্ছেন না। খেয়ে, না খেয়ে অথবা শুকনো খাবারেই কাটছে অনেকের দিন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রামে ত্রাণ বিতরণের তদারকি করছেন স্থানীয় তরুণরাই। বাইরের সংগঠন এসে ত্রাণ দিয়ে গেলেও তালিকা করে তা বিতরণের কাজটি স্থানীয়রাই করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যা দুর্গত
- ত্রাণ তৎপরতা