অ্যাপলের ডিজিটাল সার্ভিস বিভাগে কর্মী ছাঁটাই
টেক জায়ান্ট অ্যাপল তাদের ডিজিটাল সার্ভিস বিভাগের প্রায় ১০০টি পদে কর্মরত জনবল ছাঁটাই করেছে। তবে এ ১০০ পদের প্রতিটির বিপরীতে কতজন কর্মী কাজ করছেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য জনানো হয়নি। ফলে ছাঁটাইয়ের কারণে মোট কতজন চাকরি হারিয়েছেন সে বিষয়টি স্পষ্ট নয়। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ সিদ্ধান্ত বেশি প্রভাব ফেলেছে অ্যাপল বুকস অ্যাপ ও অ্যাপল বুকস্টোরের দায়িত্বে থাকা দলের ওপর। বিশেষ করে কিছু ইঞ্জিনিয়ারিং পদ ও অন্যান্য পরিষেবা দল, যেমন অ্যাপল নিউজ পরিচালনা দলের সদস্যরা এ কর্মী ছাঁটাইয়ের অন্তর্ভুক্ত রয়েছেন। তবে অ্যাপল ব্লুমবার্গ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবর রয়টার্স।
অ্যাপলের ডিজিটাল সার্ভিসের মধ্যে রয়েছে অ্যাপল স্টোর, অ্যাপল মিউজিক, আইক্লাউড ও অন্যান্য সাবস্ক্রিপশন নির্ভর পরিষেবা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ কর্মী ছাঁটাই কোম্পানির কৌশলগত পুনর্বিন্যাসের অংশ হতে পারে, যেমন কর্মদক্ষতা উন্নত এবং মূল ক্ষেত্রগুলোয় ফোকাস বা ডিজিটাল পরিষেবা সেক্টরের মধ্যে নির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করা। সম্প্রতি বিশ্বব্যাপী বড় কোম্পানিগুলো বিভিন্ন অর্থনৈতিক চাপ, পরিবর্তিত বাজার পরিস্থিতি ও ব্যবসায়িক কৌশলে পরিবর্তনের কারণে তাদের কর্মী এবং কার্যক্রম পুনর্মূল্যায়ন করছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই
- অ্যাপল