
জিবলিতে কিছুতেই ছবি বানাতে পারছেন না? চেষ্টা করুন এভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৮
সামাজিক যোগাযোগ মাধ্যমে জিবলি নিয়ে রীতিমতো ঝড় চলছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলেব কেউ বাদ নেই, সবাই নিজেদের নয়া অবতারের ছবি শেয়ার করছেন। সবাই পছন্দমতো ছবি নিয়ে বানিয়ে ফেলছেন জিবলি স্টাইল ছবি। কিন্তু অনেকে আবার এই ছবি বানাতে গিয়ে বিপাকে পড়ছেন। শত চেষ্টার পরও ছবি বানাতে পারছেন না। জেনে নিন কেন এই সমস্যা। কীভাবে এর সমাধান মিলবে।
জানা যাচ্ছে, মূলত সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে জিবলি ছবি তৈরি করতে পারছেন না। চ্যাটজিপিটি তৈরিই হয়েছে ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয় তাহলে সমস্যা। অনেকক্ষেত্রেই এআই বুঝতে পারছে না, ব্যবহারকারী কী চাইছেন, সেই কারণেই মনের মতো ছবি উপহার দিতে পারছে না। তাই জিবলি ছবি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে নির্দেশে যেন গণ্ডগোল না হয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চ্যাটজিপিটি