You have reached your daily news limit

Please log in to continue


নজর কাড়তে শাড়ির সঙ্গে কোন বেল্ট পরবেন?

বর্তমান ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে শাড়ির সঙ্গে বাহারি বেল্টের সমন্বয়। বর্তমান বলিউড অভিনেত্রীদের মধ্যেও শাড়ির সঙ্গে বেল্ট পড়ার প্রবণতা দেখা গেছে। একইভাবে ফ্যাশন সচেতনরাও শাড়ি পড়ে নতুন লুক ক্রিয়েট করছে এভাবেই।

বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে আপনি পছন্দ অনুযায়ী ও মানানসই বেল্ট পড়তে পারবেন। মোটা বা পাতলা কিংবা কোরসেট ঘরানার বেল্টও পরতে পারবেন শাড়ির সঙ্গে।

কোন বেল্ট কেমন শাড়ির সঙ্গে পরবেন?

চামড়ার পাশাপাশি এখন ধাতব বেল্টও ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন শুধু শাড়িই নয় বরং কুর্তি থেকে শুরু করে কাফতান, লেহেঙ্গাসহ গাউনের সঙ্গেও কোমরে বাঁধছেন বেল্ট। এতে পুরো লুকেই আসছে পরিবর্তন। যা সত্যিই অসাধারণ।

ফ্যাব্রিক শাড়ি বেল্ট

আপনি হয়তো বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কিংবা শিল্পা শেঠিকে শাড়ির ফেব্রিকের বেল্ট পরতে দেখে থাকবেন! এটিও খুবই ভালো একটি আইডিয়া, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে বা একই ফেব্রিকের বেল্ট পরেও নতুন এক লুক ক্রিয়েট করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন