সিলেটে আরও তিন মামলা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ২২৭ জন আসামি
প্রথম আলো
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ২১:৫৪
সিলেটে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে আজ বুধবার দুপুরে মহানগরের কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। অপর মামলাটি গতকাল মঙ্গলবার আদালতে করা হয়।
গত দুই দিনে হওয়া ওই তিন মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, শফিউল আলম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ২২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এসব মামলায় ৬৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।