ওসমানী বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ১২ কেজি সোনা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ পিস সোনার বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (২৮ আগস্ট) দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১২ কেজি।
এ সময় হোসাইন আহমদ নামে এক যাত্রীকে আটক করা হয়। আটক হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সকল তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুবাইয়ের সারজা শহর থেকে আসা যাত্রী হোসাইনকে আটক করা হয়।
এসময় তার লাগেজের মধ্যে তিনটি জুসের মেশিনের ভেতর ১০৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি জুসের মেশিনে ৩৫ পিস করে বার ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণসহ আটক