বঞ্চিত সেজে পদোন্নতি নিলেন দুর্নীতিবাজরাও

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০৯:২২

চার মাসের ব্যবধানে প্রশাসনে আরও ১৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল রোববার পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


রাজনৈতিক পটপরিবর্তনে দাবি আদায়ের হিড়িক চলছে সরকারি দপ্তরে। এরই ধারাবাহিকতায় সচিবালয়েও চলছে কর্মকর্তাদের পদোন্নতি। এসব কর্মকর্তার প্রায় সবাই নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করে পদোন্নতি নিচ্ছেন। তবে তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা দুর্নীতি, কিংবা পেশাগত অসদাচরণের জন্য এত দিন পদোন্নতি পাননি।


গতকাল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যেও শেখ হাসিনা সরকারের সাবেক তিন জেলা প্রশাসকসহ (ডিসি) দুর্নীতির অভিযোগ থাকা কয়েকজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।



অনুসন্ধানে জানা যায়, বঞ্চিত কর্মকর্তা সেজে পদোন্নতি বাগিয়েছেন মুকেশ চন্দ্র বিশ্বাস, যিনি হাসিনা সরকারের সময় ঠাকুরগাঁওয়ে ডিসির দায়িত্ব পালন করেছেন। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগে ঘুষ গ্রহণ, কর্মচারীদের হয়রানিসহ নানা অভিযোগ দেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগের পর গোপালগঞ্জের এই কর্মকর্তাকে ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়।


মুকেশের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি যোগদানের পর ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর হয়রানি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ তাঁর স্ত্রী বিউটি বিশ্বাসের হাতে টাকা তুলে দেওয়া। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে ৮ বছর ধরে তিনি একই মন্ত্রণালয়ে শৃঙ্খলা শাখায় আছেন। সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ক্যাশিয়ার বলেও তাঁর পরিচিতি আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও