বন্যার্তদের পাশে দাঁড়াই
টানা কয়েকদিনের ভারী বর্ষণে পানিতে তলিয়ে গেছে দেশের বিভিন্ন জেলার অসংখ্য বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। পরিপাটি বাড়িগুলো এখন পানিতে থৈথৈ করছে। এতে দুর্ভোগ-দুর্দশা আর হতাশায় দিন কাটছে লাখ লাখ মানুষের।
দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে মহাবিপাকে। অতিবৃষ্টিতে শহর ও গ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আদরের সন্তানদের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার চিন্তায় দিশেহারা লাখো মানুষ।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুধু নোয়াখালী জেলায়ই ২০ লাখ মানুষ পানিবন্দি। সৃষ্টিকর্তা তাদের জানমালের সুরক্ষা করুন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
- ট্যাগ:
- মতামত
- বন্যা
- বন্যা পরিস্থিতি
- বন্যার্ত