আয়নাঘরের মানুষ সবাই ফিরে আসুক
৫ আগস্ট অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশ কিছুটা অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এমন ধরনের অস্থির পরিস্থিতির মূলে ছিল পতিত স্বৈরাচারের দোসরদের সৃষ্ট নানামুখী বিশৃঙ্খলা। প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণে অনিবার্য কারণে বিলম্ব করায় এবং একই কারণে তার উপদেষ্টা পরিষদ গঠনে বিলম্ব হওয়ায় অশুভ শক্তি নানামুখী তৎপরতায় মেতে ওঠে। দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর প্রাথমিকভাবে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না বলা হলেও, দেখা গেল দুয়েক দিনের মধ্যে তিনি যেন কোথাও থেকে বল-ভরসা পেয়ে চাঙা হয়ে উঠলেন এবং তার পুরোনো অভ্যাসে তিনি আবারও প্রতিশোধ নেওয়ার হুমকি দিতে শুরু করলেন। মনে হলো, সহস্রাধিক শিশু-কিশোর, নারী, যুবক-যুবতি ও কর্মজীবী মানুষকে হত্যা করে এবং কয়েক সহস্র মানুষকে আহত ও পঙ্গু করে ফেলার পরও তার আস্ফালন থেমে নেই।
অথচ সংযত আচরণ এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করলে এ দেশের মানুষ একপর্যায়ে তাকে হয়তো ক্ষমা করে দিত। তার মুরুব্বি ভারতের একসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা জারি করে অত্যাচার, নিপীড়নের ভয়াবহ বিভীষিকা সৃষ্টি করেছিলেন। তার অত্যাচার ও নিপীড়ন থেকে ভারতের স্বনামধন্য অধ্যাপক ও শিল্প-সাহিত্যিকরাও রেহাই পাননি। জরুরি অবস্থার নিষ্পেষণে সমগ্র ভারত স্তম্ভিত ও নির্বাক হয়ে পড়েছিল। মনে হয়েছিল ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটেছে। বয়োবৃদ্ধ নেতা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সমগ্র ভারতে আন্দোলন ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। এতসব কিছুর পর পরবর্তী সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধী ও তার দল কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করে। দলীয় নেতা হিসাবে নির্বাচনি প্রচারে নামতে গিয়ে ইন্দিরা গান্ধী জোড়হাত করে ভারতবাসীর উদ্দেশে বললেন, ‘ম্যায় মাফি মাংতা হ্যায়।’ তার এ ক্ষমাপ্রার্থনার মহত্ত্ব বিশ্বাস করে ভারতবাসী তাকে ক্ষমা করে দেয়। তিনি নির্বাচনে জয়লাভ করে আবারও ক্ষমতায় ফিরে আসেন। তার মুরুব্বির কাছ থেকে শেখ হাসিনা কোনো শিক্ষাই গ্রহণ করেননি। ক্ষমাপ্রার্থনা তো দূরের কথা, তার মধ্যে কোমনীয়তার লেশমাত্র নেই। বিদেশের মাটিতে বসে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য তিনি তৎপর রয়েছেন। যে দেশে এখন তার আশ্রয়, সে দেশের চক্ষুহীন-কর্ণহীন রাজনীতিক, আমলা ও গোয়েন্দারা অলীক সব বুদ্ধি-পরামর্শ দিচ্ছেন এবং কলের পুতুলের মতো তিনি আওয়াজ করে চলছেন।
- ট্যাগ:
- মতামত
- গুম
- খুন-গুম
- হত্যা-গুম
- আয়নাঘরের গল্প