You have reached your daily news limit

Please log in to continue


কেমন ছিল নতুন বিসিবি সভাপতির প্রথম দিন

দেশের ক্ষমতার পালাবদলের হাওয়া যে বাংলাদেশ ক্রিকেটের গায়ে লাগবে সেটা এক প্রকার অনুমিতই ছিল। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজমুল হাসানের পাপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিকভাবেই গুঞ্জন ছিল বিসিবি থেকে সরে যাবেন পাপন। গেল সপ্তাহেই জানা গিয়েছিল পদত্যাগ করতে রাজি আছেন তিনি। এর সপ্তাহখানেক পর আজ আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে গেলেন তিনি।

আর পদত্যাগের পরই দেশের ১৫তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সভাকক্ষে আলোচনায় বসেন দেশে থাকা বিসিবির পরিচালকরা। এ সময় ফারুককে সভাপতি হিসেবে নির্বাচিত করে উপস্থিত বোর্ড পরিচালকরা। দায়িত্ব গ্রহণের ঘণ্টা তিনেকের মধ্যেই সাবেক এই অধিনায়ক পা রাখেন মিরপুরের সবুজ গালিচায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন