You have reached your daily news limit

Please log in to continue


‘জুলাই বিপ্লবের’ তথ্য সংরক্ষণে স্বেচ্ছাসেবীদের দুই ওয়েবসাইট

জুলাইয়ের মাঝামাঝি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানিকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, তখনই একটি ‘ডেটা ব্যাংক’ তৈরির ভাবনা আসে জসীম উদ্দিনের মাথায়।

শিক্ষার্থীদের জোড়ালো আন্দোলন আর হামলা-সংঘর্ষে হতাহতদের সংখ্যা ও পরিচয় সংরক্ষণে তখন একটি ওয়েবসাইট তৈরি করেন তিনি; নাম দেন ‘শহীদ ডট ইনফো’।

এ ওয়েবসাইটে এখন পর্যন্ত ৪৯০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য এসেছে, আহতদের তালিকায় রয়েছে ৩৩ হাজারের বেশি মানুষ। গ্রেপ্তার ও নিখোঁজের হিসাব দেওয়া হয়েছে ১১ হাজারের বেশি। আন্দোলনের মধ্যে অল্প সময়েই ওয়েবসাইটটি অনেকের কাছে পরিচিতি পায়।

থাইল্যান্ডের একটি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনের ইতিহাস যেন কোনোভাবে লুকানো বা বিকৃত না হয়, সেজন্যই এ সাইট তৈরি করা। এখানে আন্দোলনে নিহত ও আহতদের সংখ্যা দেখা যাবে।”

জসীম উদ্দিনের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা এ তরুণ ‘শহীদ ডট ইনফো’ ওয়েবসাইট খুলেছেন ব্যক্তিগত উদ্যোগেই।

ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনে হতাহতদের পরিসংখ্যানের বিষয়ে সমন্বিত উদ্যোগে কোনো ডেটাবেইজ বা ওয়েবসাইট তৈরি হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ। আন্দোলনে ‘শহীদ ডট ইনফো’ থেকেই তথ্যগত সহায়তা নেওয়ার কথা বলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন