আওয়ামীকালের যেসব ঘটনা আসতে পারে সিনেমায়, জানালেন ফারুকী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১৬:৫৫

আওয়ামী লীগ শাসনামলের যেসব ঘটনা সিনেমায় আসতে পারে, সেগুলোর একটা ইঙ্গিত দিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ওই সরকারের রেখে যাওয়া দমনমূলক নীতিমালাগুলো থাকলে সেসব সিনেমা হবে না। এমনকি সিনেমাকে স্বাধীন রাখতে হলে কী করা যেতে পারে সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন এই নির্মাতা।


ফারুকী জানিয়েছেন ‘বিডিআর বিদ্রোহ’, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রক্ষীবাহিনীর অত্যাচার’, ‘হাসিনা-জিয়াউল-তারেক সিদ্দিকীদের গুম’, ‘ব্রিগেডিয়ার আজমি-ব্যারিস্টার আরমানের হৃদয়বিদারক ঘটনা’ নিয়ে সিনেমা হতে পারে। তবে সেটা কি দেশের মানুষ চান? গত রোববার এসব প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট লেখেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আপনি কি চান আমাদের ইতিহাস নিয়ে আওয়ামী গ্র্যান্ড ন্যারেটিভের বাইরে গিয়ে কেউ ফিল্ম করুক? কেউ তার ছবিতে প্রশ্ন করুক, ১৬ ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণে আমাদের উপস্থিতি ছিল না কেন? অথবা চান উল্টা দিকে কেউ বিএনপির ন্যারেটিভের বাইরে গিয়ে ছবি করুক? তাহলে সেন্সরবোর্ড নামক অথর্ব জিনিসটা বাতিল করেন!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও