You have reached your daily news limit

Please log in to continue


এক্সপেরিমেন্ট করতাম বলেই এত বছর ইন্ডাস্ট্রিতে টিকে গেছি : টোটা রায়চৌধুরী

প্রেক্ষাগৃহের পর সদ্যই ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে ওপার বাংলার টোটা রায়চৌধুরী অভিনীত সিনেমা ‘চালচিত্র’। প্রতীম ডি গুপ্ত পরিচালিত এ সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন গোয়েন্দা পুলিশ অফিসার চরিত্রে। কলকাতা থেকে এই অভিনেতা কথা বলেছেন কালের কণ্ঠ বিনোদনের সঙ্গে। 

সদ্য মুক্তি পাওয়া সিনেমাটি দিয়েই কথা শুরু করতে চাই। ‘চালচিত্র’-এ আপনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমা কিংবা এই চরিত্রটি থেকে আপনার প্রাপ্তি কী?

টোটা রায়চৌধুরী : অনেক কিছু পেয়েছি সিনেমাটি থেকে। সেগুলো যদি একেক করে বলি তা হচ্ছে, প্রথমবারের মতো এই পরিচালকের (প্রতীম ডি গুপ্ত) সঙ্গে কাজ করেছি।

এর আগে দুবার কাজের প্রস্তাব এলেও শিডিউল ইস্যুর কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। ওর ছবি, কাজ করার ধরন, ওর সেন্সেবিলিটি আমার ভীষণ ভালো লাগে। তাই এবার যখন সুযোগটা এলো তার দেরি না করে হ্যাঁ বলে দিই। গল্পটা আমি জানতাম, কিন্তু স্ক্রিপ্ট পড়ার পর এটা আমাকে খুব আকর্ষণ করেছে।

মনে হয়েছে, যদি এই চরিত্রটা না করি তাহলে অনেক বড় মিস হয়ে যাবে।

দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে, খুব ভালো ভালো শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে এমন একজনের কথা না বললেই নয়, যিনি ইতিমধ্যেই আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন, তিনি আপনাদের অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব)। এর পর বলব, যখন আমাদের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখন এখানে আরো চারটি সিনেমা চলছিল। আমরা খুব অল্প সংখ্যক হলে সিনেমাটি রিলিজ করেছিলাম।

দর্শক সেটি পছন্দ করতে শুরু করে। এর পর তারা বলছিল, সিনেমাটি না দেখলে দর্শকরা মিস করবেন। তারপর তারা আখ্যাও দেন, এই ছবিটা ২০২৪ এর সেরা বাংলা ক্রাইম থ্রিলার সিনেমা। দর্শকের এমন ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!

সিনেমাটিতে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী ছিল?

টোটা রায়চৌধুরী : পর্দায় অপূর্ব এবং আমি প্রতিপক্ষ। সেই দৃশ্য শুট করার আগে যখন আমরা মেকআপ ভ্যানে বসে আমরা দুজন দুজনের সম্পর্কে জানা এবং অল্প সময়ের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে। শুটের আগে আমাদের বন্ধুত্বপূর্ণ আড্ডা আর একটু পরই ক্যামেরার সামনে গিয়ে দুজনের ঠান্ডা যুদ্ধ; এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা দুই রাত শুট করেছিলাম। ওই মুহূর্তটাই ভালো লেগেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন