শরতের সাজপোশাক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১২:২৮

ক্ষণে ক্ষণে আকাশের রূপ বদলায় যে ঋতুতে, সেটিই শরৎ। এই স্বচ্ছ নীল আকাশে ঝকঝকে রোদ তো এই সাদা মেঘ। অথবা ঈশান কিংবা নৈর্ঋতে কোণে দেখা দেওয়া কালো মেঘ। উত্তরে লিলুয়া বাতাস উড়িয়ে নিতে চায় যেন সবকিছু। নেয়ও কখনো কখনো। নীল, সাদা, সবুজ আর এলিয়ে পড়া সোনালি রঙের বৈচিত্র্য ছুঁয়ে থাকে প্রকৃতি। এই রঙের প্রভাব থাকে এ সময়ের পোশাকে। তার চেয়েও বড় কথা, ঋতুর সঙ্গে বদলে যায় ফ্যাশনের ট্রেন্ড।


কথাটি জানালেন ফ্যাশন হাউস আর্টে‌মি‌সের প্রতিষ্ঠাতা ফায়জা আহমেদ রাফা। বললেন, ‘বর্তমানে ঋতুভিত্তিক পোশাকের আলাদা ট্রেন্ড তৈরি হয়েছে। ঋতুর সঙ্গে মানুষ নিজের ফ্যাশন পরিবর্তন করতে ভালোবাসে।’



কেমন সুতার কেমন পোশাক
এ সময় আবহাওয়া থাকে ভ্যাপসা। তাই সিনথেটিকের বদলে সুতি, ভয়েল, লিনেন কিংবা তাঁতে বোনা কাপড়ে অনায়াসে আরাম খুঁজে পাওয়া যাবে। হালকা রঙের প্রাধান্য থাকতে পারে পোশাকে। যেমন নীল, আকাশি, সাদা, ধূসর, সোনালি কিংবা সবুজ। এ ছাড়া ঢিলেঢালা পোশাকে পাওয়া যায় স্বস্তি। এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে শর্ট টপ, পেলাজ্জো প্যান্ট, স্কার্ট ও শার্ট। তবে অনুষ্ঠান কিংবা দাওয়াতে সময় বুঝে সিনথেটিক কাপড়ের পোশাক পরা যেতে পারে।


ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৌমিক দাস জানিয়েছেন, এ আবহাওয়ায় প্রতিদিন ব্যবহারের জন্য সুতির ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া উচিত। তাহলে ভ্যাপসা গরমে কিছুটা স্বস্তি মিলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও