কোটা সংস্কার আন্দোলন এবং পরে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে রোববার (১৮ আগস্ট) শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সহপাঠীদের হারানোর বেদনা সঙ্গে করেই শ্রেণিকক্ষে ফিরেছেন। আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘আমি আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই তাদের সাহসী ভূমিকার জন্য, জনগণের শক্তি প্রমাণ করার জন্য। যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর জন্য তারা জীবন বিসর্জন দিয়েছেন।’
শিক্ষার্থীরা তার জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন উল্লেখ করে তারেক রহমান যোগ করেন, ‘আমি আপনাদের আবেগ এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত, যা একটি নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।’