সুখের চাবিকাঠির খোঁজ করতে গিয়ে কী পেলেন গবেষকরা?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ১৩:৫৭
কেউ খরচ করতে ভালোবাসেন, কারও আবার খরচের নাম শুনলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সম্প্রতি খরচ করা নিয়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ম্যাককম্বস স্কুল অব বিজিনেসের এক দল গবেষক একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় উঠে এসেছে, সাধারণ কোনো জিনিসের ওপর খরচ করার তুলনায় যে খরচ করলে বিশেষ কোনো অভিজ্ঞতার সাক্ষী হওয়া যায়, সেই খরচ মানুষকে বেশি আনন্দ দেয়।
সম্প্রতি গবেষণাটি জার্নাল অব এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত হয়েছে।
এই গবেষণায় বিভিন্ন রকম সমীক্ষার পর গবেষকরা জানিয়েছেন, মানুষ কোনো নির্দিষ্ট সম্পদ বা জিনিসের ওপর খরচ করার তুলনায়, অভিজ্ঞতার অর্জন করার জন্য খরচ করাতেই বেশি সুখ লাভ করে। মোট দুই হাজার ৬৩৫ জন মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেন।