আইসিসিকে বাবরের শত্রু বলছেন পাকিস্তানি ক্রিকেটার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৯

ওয়ানডে না খেলেও আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর আজম। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক বাবরের কাছে এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে! তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী জিনিসটার মধ্যে ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছেন। 



আইসিসি সবশেষ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে চলতি সপ্তাহের বুধবার। সেখানে দেখা যাচ্ছে, ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার বাবর। অথচ পাকিস্তানি তারকা ব্যাটার ওয়ানডেতে সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে। আইসিসির র‍্যাঙ্কিং দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন বাসিত। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন,‘আইসিসি হচ্ছে বাবরের শত্রু। বাবরকে জিজ্ঞাসা করলে সেও এখন ওয়ানডের ১ নম্বর হিসেবে অন্য কারও নাম বলবে। সেখানে বিরাট কোহলি অথবা ট্রাভিস হেডের নাম থাকবে। নিজের নাম কখনোই বলবে না। বাবর যেন পারফর্ম না করে, সেটাই আইসিসি চাচ্ছে বলে আমার ধারণা।  সে (বাবর) ওয়ানডেতে ১ নম্বর হয়েই খুশি থাকুক।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও