‘ছাদে খেলতে যাওয়া বাচ্চাটার কী দোষ ছিল’
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৯:০৯
‘স্বাধীনতার সুখ চারপাশে। আহ্, কী যে শান্তি। কী যে মধুর।’ ছাত্র–জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এক ফেসবুক বার্তায় লিখেছিলেন সাদিয়া আয়মান।
এই আন্দোলনে শিল্পীদের একটি অংশ সরকারের পাশে দাঁড়িয়েছিল। বিপরীতে শিক্ষার্থীদের পাশেও ছিলেন অনেকে। শিক্ষার্থীদের পাশে থাকা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমরা প্রত্যেকেই অধিকার আদায় করতে চাই। আমি সরকারি চাকরি নিয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। তাই বলে শিক্ষার্থীরা যেটা নিয়ে আন্দোলন করছে, সেটা নিয়ে কথা বলব না, এমনটা তো হয় না।’
‘আমি বাস্তবেও সব সময় যা কিছু সত্য, যা ন্যায্য, তা নিয়ে কথা বলি। আমি সব সময় সত্যের জয় চেয়েছিলাম। মানুষ যেন ন্যায্যতা পান, সেটাই চেয়েছিলাম। সে কারণেই আমি আন্দোলনের পক্ষে ছিলাম।’ প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাদিয়া আয়মান।