১৫ মিনিট চার্জে ১৫০ কিলোমিটার চলবে এই ই-কার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ১৬:৫০
বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ি। ফলে সব গাড়ি সংস্থাই তাদের নিজস্ব একের পর এক বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। এবার টাটা নতুন একটি কার্ভ ইভি আনছে বাজারে। সানরুফ থেকে শুরু করে বড় টাচস্ক্রিন, সেফটি ফিচার্স সবই রয়েছে গাড়িতে। দারুণ মাইলেজ পাবেন গাড়িতে, সেই সঙ্গে এতে দেওয়া হয়েছে আধুনিক ডিজাইন এবং বৈশিষ্ট্য।
গাড়িজুড়ে দেখা যাবে এলইডি টেল লাইট। গাড়ির ভেতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। তার সঙ্গে রয়েছে প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- বৈদ্যুতিক গাড়ি
- ই-কার