এমপিওভুক্ত শিক্ষকেরাও বদলি হতে পারবেন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষকেরা ‘সম পদে পারস্পরিক’ ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে চাকরিজীবনে এমন বদলি একবারই হতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকেরাই এ সুযোগ পাবেন।
এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা, ২০২৪-এ এসব বিধান রয়েছে। এই নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ৩১ জুলাই নীতিমালায় স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকার তাঁদের বদলির জন্য নীতিমালা করেছে। এখন থেকে শিক্ষকেরা সম পদে পারস্পরিক বদলি হতে পারবেন।
তবে এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ফোরাম।
বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ১৬৪। এগুলোর মধ্যে স্কুল-কলেজ ২০ হাজার ৪৩৭টি, বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী আছেন সাড়ে ৫ লাখের মতো।