![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024August/earthring-google-240811-01-1723363300.jpg)
কেমন হত যদি শনির মতো বলয় থাকত পৃথিবীর?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১৪:৩৮
বিস্ময়কর জটিল ‘রিং’ বা বলয় রয়েছে সৌরজগতের বৃহস্পতি, ইউরেনাস ও শনি গ্রহের। তবে দুঃখের বিষয়, এ তালিকায় জায়গা পায়নি আমাদের পৃথিবী।
কিন্তু পৃথিবীর বলয় থাকলে কি এখানে প্রাণের সঞ্চার সম্ভব হত?
পৃথিবী যখন নবীন ছিল তখন সম্ভবত এর আশপাশে পাথরের ধ্বংসাবশেষের একটি রিং ছিল। বিজ্ঞানীদের ধারণা, সাড়ে চারশ কোটি বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল আরেক গ্রহ ‘থিয়া’। আর দৈত্যাকার এ গ্রহের ধাক্কায় পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়া পদার্থের একটি বলয় সৃষ্টি হয়। তবে, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এই পাথুরে ধ্বংসাবশেষ আরেকটি মহাজাগতিক বস্তু গঠন করেছিল, যাকে আমরা এখন চাঁদ বলে ডাকি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গ্রহ
- নিরাপত্তা বলয়