You have reached your daily news limit

Please log in to continue


দৌড়ানোর কথা ছিল না, কিন্তু সেই তামিরাতই ম্যারাথনের চ্যাম্পিয়ন

প্যারিস অলিম্পিকসে তামিরাত তোলা এসেছিলেন ইথিওপিয়ার ম্যারাথন দলে ‘রিজার্ভ’ হিসেবে। সতীর্থ সিসে লেমার চোট সুযোগ করে দিল। কী দারুণভাবেই না তা লুফে নিলেন তিনি। অলিম্পিকসের রেকর্ড গড়ে সোনা জিতলেন এই দূরপাল্লার দৌড়বিদ।

ছেলেদের ম্যারাথনে ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছেন তামিরাত। তিনি ভেঙেছেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসে কেনিয়ার ওয়ানজিরুস স‍্যামুয়েল কামাউর (২ ঘণ্টা ৬ মিনিট ৩২ সেকেন্ড) রেকর্ড।

এই ইভেন্টে টোকিও অলিম্পিকসে ব্রোঞ্জ পাওয়া বেলজিয়ামের বাশির আবেদি (২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড) এবার পেয়েছেন রুপা। অলিম্পিকস অভিষেক কেনিয়ার বেনসন কিপ্রুটো রাঙিয়েছেন (২ ঘণ্টা ৭ মিনিট) ব্রোঞ্জ জিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন