You have reached your daily news limit

Please log in to continue


মরণোত্তর দেহদান করবেন ঋতুপর্ণা

ভারতের পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ ঘটে গেল বৃহস্পতিবার। তিনি ছিলেন একজন সংস্কতিমনস্ক রাজনীতিক ব্যক্তি। তাই তো রং-দল নির্বিশেষে রাজনৈতিক মহলের মতই শোকেবিহ্বল হয়ে পড়ে ওপার বাংলার তারকারা। লাল সালামে কমরেডকে বিদায় জানিয়েছেন তারা।

শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে জনজোয়ারে ভাসলেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দলে দলে লোক এদিন জমায়েত হয়েছিল। তা দেখে নায়িকার অভিমত, মানুষের মনে আলাদা জায়গা না থাকলে এই ঘটনা ঘটে না।

সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্মরণ করে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যখন পৌঁছেছি, তখন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় অফিসের কার্যালয় থেকে দেহ নীলরতন সরকার হাসপাতালের দিকে নেওয়া হচ্ছে। আমার জন্য শববাহী শকট কয়েক মুহূর্তের জন্য থামান হয়েছিল। জনস্রোতে ভাসতে ভাসতে গাড়ির কাছে পৌঁছলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন