কুর্স্কে শক্তি বাড়াচ্ছে রাশিয়া, ভিডিওতে ইউক্রেইনের হামলার আলামত
রাশিয়া দক্ষিণাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে বাড়তি ট্যাংক, কামান ও রকেট পাঠিয়েছে। সেখানে ঢুকে পড়া ইউক্রেইনের সেনাদের সঙ্গে টানা চতুর্থ দিনের মতো চলা লড়াই সামাল দিতে শুক্রবার রাশিয়া সেখানে শক্তি বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে।
স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইউক্রেইনের হামলা শুরুর সময় থেকে হওয়া ক্ষয়ক্ষতির নতুন আলামত দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এই ভিডিওর সত্যাসত্য যাচাই করেছে।
ভিডিওতে দেখা যায় কুর্স্ক অঞ্চলে একটি মহাসড়ক বরাবর প্রায় ১৫ টি পুড়ে যাওয়া রুশ সামরিক ট্রাকের বহর। কয়েকটিতে ছিল মৃতদেহ।