বুমরা ছাড়া ভারতের বোলিং ‘জিরো’, বলছেন পাকিস্তানের সাবেক পেসার
প্রথম আলো
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ১৭:০১
ভারত তো বটেই, অনেকের চোখে এ মুহূর্তে ক্রিকেট–দুনিয়ারই সেরা বোলারের নাম যশপ্রীত বুমরা। সেরা হওয়ার আবার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, দল অনেক ক্ষেত্রে তাঁর প্রতি অতি–নির্ভর হয়ে পড়ে। না খেললে দল ভোগান্তিতে পড়ে। যেমনটা সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা–ভারত ওয়ানডে সিরিজে দেখা গেল আরেকবার।
বুমরাকে বিশ্রামে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে নেমে ভারত হেরেছে ২–০ ব্যবধানে। একবিংশ শতাব্দীতে এটিই শ্রীলঙ্কার কাছে ভারতের প্রথম সিরিজ হার। প্রশ্ন উঠেছে, বুমরা না থাকাতেই ভুগেছে রোহিত শর্মার দল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনাইদ খান তো বুমরা ছাড়া ভারতের বোলিং কিছুই নয় বলেও মন্তব্য করেছেন।