You have reached your daily news limit

Please log in to continue


এগুলো সুবিধাবাদী মানুষের কাজ

‘শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে সাহস নিয়ে যেভাবে এগিয়েছেন, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। কারণ, একটা সময় ছিল, আমরা ভাবতাম, এখন মারধর করা হলো, এখন সবাই চুপচাপ হয়ে যাবেন। আগে তো এমন পরিস্থিতিই ছিল। এবারও যখন শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা হয়, তখন অনেকটা আতঙ্কে ছিলাম। কিন্তু এবার তাঁদের সাহস দেখতে পেলাম পদে পদে। গতকাল যখন শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ে সফল হলেন, তখন মনে হলো, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’ খুশিমনেই কথাগুলো বললেন গায়িকা এলিটা করিম।

কথা বলতে বলতে এই গায়িকার মন খারাপ হয়ে যায়। এর কারণটা জানালেন নিজেই, গতকাল বিজয় উদ্‌যাপনের মুহূর্তে গণভবন থেকে অনেকেই লুটপাট করছিলেন। সেসব ঘটনা তাঁকে মর্মাহত করেছে। তবে এসব কাজ শিক্ষার্থীদের নয় বলে মনে করেন এলিটা। তিনি বলেন, ‘আমার মনে হয় এগুলো সুবিধাবাদী মানুষের কাজ। এটা কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। তাঁরাই আবার সংসদ ভবনে প্রবেশ করে ধূমপান করছিলেন। আবার ৩২ নম্বরের যে বাড়ি, সেটা কিন্তু জাদুঘর। দেশের ঐতিহাসিক একটা জায়গা। সেটা নষ্ট করায় আমি মর্মাহত হয়েছি। কারণ, আপনি যা–ই করেন না কেন, যে পক্ষেই থাকেন না কেন, আপনি ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না, যেটা হয়ে গেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন