অসহযোগের সর্বশেষ: কঠোর কারফিউ, জনশূন্য সড়ক
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের দ্বিতীয় দিন শুরু হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে।
• সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের দ্বিতীয় দিন চলছে সোমবার
• প্রথম দিন সারা দেশে ১০০ জনের মৃত্যুর খবর পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম।
• রোববার সন্ধ্যা ৬টা থেকে চলছে অনির্দিষ্টকালের কারফিউ।
• সহিংসতার মধ্যে সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু।
• দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখতে বলেছে বিজিএমইএ।
• সব আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ।
• সোমবার ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আন্দোলনকারীদের পরিকল্পনা কী
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিবিসি বাংলা লিখেছে, আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেইসবুকে সোমবারের কর্মসূচির পরিকল্পনা জানিয়েছেন।
সেখানে তিনি বলেছেন, বেলা ১১টা থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা।
সবাই শহীদমিনারে জড়ো হবেন বেলা ১১টা থেকে। শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে যাবেন, সেখানে কেন্দ্রীয় সমাবেশ হবে। পরিস্থিতি বিবেচনায় শাহবাগ থেকে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ।
''আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করব। কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি,'' লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।