উত্তরায় চলছে বিক্ষোভ, পাশে পুলিশ ও আওয়ামী লীগের অবস্থান
রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও রয়েছেন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে দেখা যায়, বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তাঁরা। পুলিশ ও এপিবিএনের (আর্মড ফোর্স ব্যাটালিয়ান) দুটি দল বিএনএস সেন্টারের নিচে রয়েছে।
বিএনএস সেন্টারের পেছনের গলিতে দাঁড়ানো অভিভাবক মাহফুজ কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আমরা শান্তি চাই। আর একটা গুলিও নয়। এই গুলি আমাদের টাকায় কেনা।’ অভিভাবকদের অনেকে বলেন, ‘ওরা গুলি করুক, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। কেউ ভয়ে পালিয়ে যাব না।’