ইসমাইল হানিয়ার স্মরণে শোক পালন করছে পাকিস্তান-তুরস্ক
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ১০:৪৮
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়ে নিহত হয়েছেন দিন দুয়েক আগেই। শুক্রবার (২ আগস্ট) তার লাশ দাফন করা হবে কাতারের দোহায়।
এদিকে হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। দেশ দুটি শুক্রবার এই শোক পালন করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্য শুক্রবার পাকিস্তানে শোক পালন করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর আগে হামাস প্রধানের এই হত্যাকাণ্ডকে বর্বর কাজ বলে অভিহিত করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- স্মরণ
- ইসমাইল
- শোক পালন