পরস্পরকে ভালোবাসতে শিখি
সমগ্র বিশ্বের মানুষ যেন এক অশান্তি আর অস্থিরতার মধ্য দিয়ে সময় অতিক্রম করছে। না ধর্মীয়ভাবে কেউ শান্তিতে আছে আর না সামাজিকভাবে। একজন অপর জনের ওপর বিনা কারণে চড়াও হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশ উপর্যুপরি দুঃখ-কষ্টের সীমাহীন আজাব ও বিপদাপদের সম্মুখীন এবং অনবরত এর লক্ষ্যে পরিণত হচ্ছে।
সমস্যা সামাল দেয়ার সম্ভাব্য সকল প্রকার চেষ্টা করা হয়, কিন্তু যত চেষ্টাই করা হোক না কেন ব্যাধি কেবল বাড়ছেই। প্রত্যেকটি নতুন বিপদ ও সমস্যা পূর্বের তুলনায় অনেক বেশি কষ্টদায়ক ও উৎকণ্ঠা বৃদ্ধির কারণ হয়ে থাকে। এক সমস্যার সমাধান সহস্র অস্থিরতা সৃষ্টির কারণ হচ্ছে।