![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/400x0x0/uploads/media/2024/08/01/6e5db5f2eed7e2a9a1f1cff6fd318a28-66aaf2d24358c.jpg)
‘দু’চাকায় দেখতে দেশ’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ২০:৪০
সারা বছর প্রকাশিত হওয়ার কথা থাকলেও ভ্রমণবিষয়ক বই যে সেভাবে প্রকাশিত হয় না, সেটা আমরা জানি। সে জন্যই কিছুটা ব্যতিক্রম মনে হলো সজল জাহিদের প্রচেষ্টাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘দু’চাকায় দেখতে দেশ’ নামক ভ্রমণের বইটি। প্রকাশক নটিলাস। দাম ৫০০ টাকা।
সজল জাহিদ একজন পর্যটক। ঘুরে বেড়ান দেশে-বিদেশে। সেসব অভিজ্ঞতা নিয়ে লেখালেখিও করেন পত্রপত্রিকায়। এর আগেও তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে।