ফিল্ম স্টুডিওকে বানানো হয়েছে ডাইনিং হল, সেখানে কী খাচ্ছেন অ্যাথলেটরা
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৮:৩৬
কথায় আছে, ফ্রান্সের প্রতিটি গ্রামই যেন একেকটি বেকারি।
কথাটা মিথ্যা নয়, তার জ্বলজ্যান্ত প্রমাণ ফ্রান্সের সেন্ট ডেনিসের ‘অলিম্পিক ভিলেজ’। ভিলেজ দিয়ে প্রবেশ করতেই প্রথম যে ঘ্রাণ নাকে এসে লাগবে, তা ফ্রান্সের বিখ্যাত খাবার ব্যাগেটের।
অলিম্পিকে অংশ নিতে প্যারিসে পাড়ি জমিয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার অ্যাথলেট। কলাকুশলী মিলিয়ে সংখ্যাটা প্রায় ১৫ হাজারের কাছাকাছি। এই সুবিশাল আয়োজনে খেলোয়াড়দের যেমন প্রয়োজন বিশ্রাম, তেমনই বিশেষ নজর রাখা হয় খেলোয়াড়দের ডায়েটের দিকে। প্যারিস অলিম্পিকও তাই অলিম্পিক ভিলেজের রেস্টুরেন্ট সাজিয়েছে মহাসমারোহে। যাতে শুধু ফরাসি নয়, খেলোয়াড়েরা চাইলে চেখে দেখতে পারবেন পুরো বিশ্বের খাবারের স্বাদ।