দেইফের হত্যাকাণ্ড গুরুত্বপূর্ণ মাইলফলক: ইসরাইল
যুগান্তর
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৭:৫৪
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের হত্যাকাণ্ডকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হামাস কমান্ডার দেইফকে ‘গাজার ওসামা বিন লাদেন’ আখ্যা দিয়ে তার হত্যাকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোষ্টে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজায় সামরিক ও শাসক কর্তৃপক্ষ হিসাবে হামাসকে ধ্বংস করার প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য মাইলফলক। হামাস সন্ত্রাসীরা হয় আত্মসমর্পণ করতে পারে, না হয় তাদের নির্মূল করা হবে। ইসরাইলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান হামাস সন্ত্রাসীদের ধরবে। এই মিশন সফল না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মাইলফলক
- গুরুত্ব
- হত্যাকাণ্ড