ইনস্টাগ্রামের রিলসে একাধিক গান যোগ করবেন যেভাবে
সম্প্রতি ইনস্টাগ্রামের রিলসে একাধিক গান যোগ করার সুবিধা যুক্ত হয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে একটি রিলসে সর্বোচ্চ ২০টি গান যোগ করা যায়। শুধু তা–ই নয়, রিলসের প্রতিটি গানের সঙ্গে পছন্দের বার্তা, স্টিকার ও অন্য ভিডিও ক্লিপস যুক্ত করার পাশাপাশি সেগুলো সম্পাদনাও করা সম্ভব। এর ফলে রিলসে নিজেই অডিও মিক্স করতে পারবেন নির্মাতারা। ইনস্টাগ্রামের রিলসে একাধিক গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
রিলসে একাধিক গান যোগ করার জন্য স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের মূল ফিডের নিচে প্রদর্শিত অপশন থেকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর রিলস নির্বাচন করে ফোন গ্যালারি থেকে ভিডিও নির্বাচন করতে হবে অথবা ফোনের ক্যামেরা দিয়ে রিলসের জন্য ভিডিও রেকর্ড করতে হবে। এবার পরের পৃষ্ঠার নিচে থাকা এডিট ভিডিও অপশন নির্বাচনের পর নিচে থাকা ‘অ্যাড অডিও’ বাটন ট্যাপ করে পছন্দের গানের ক্লিপ যুক্ত করতে হবে। এরপর একইভাবে ‘অ্যাড ভিডিও’ বাটনে ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী অন্য গান যুক্ত করতে হবে। গানের ক্রম কোনটির পর কোনটি চালু হবে, সেটিও নির্বাচন করা যাবে। এরপর শেয়ার আইকনে ট্যাপ করলেই রিলসে একাধিক গানের সুরসহ ভিডিও দেখা যাবে।