সম্পর্কে আপনি বেঞ্চিংয়ের শিকার হচ্ছেন না তো?

প্রথম আলো প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ১৫:৪৭

বেঞ্চিং কী


বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের মধ্য দিয়ে ভার্চ্যুয়ালি সম্পর্কে জড়ানো যত সহজ হয়েছে, ততই বেঞ্চিংয়ের জনপ্রিয়তার পালে হাওয়া লেগেছে। মনে করুন, আপনি ইতিমধ্যে একটা সম্পর্কে আছেন। এর মধ্যে অন্য কারও সঙ্গে আপনার যোগাযোগ হলো। আপনি এই ‘অন্য কাউ’কে হ্যাঁও বলছেন না, আবার না-ও করছেন না। দিব্যি কথা বলছেন, সময় কাটাচ্ছেন, তবে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার বিষয়ে ভাবছেন না। একটা সম্ভাবনা বা বিকল্প হিসেবে ‘ঝুলিয়ে রাখছেন’, এর মানে হলো, আপনি তাঁকে বেঞ্চিং করছেন!  
মানুষ কেন বেঞ্চিং করে


‘বেঞ্চিং’ এক রনের ‘ম্যানিপুলেশন’। ডার্ক সাইকোলজিতে একে বলে ‘লাভ বম্বিং’। নিজের আকর্ষণ ক্ষমতার মাধ্যমে অন্যকে মোহিত করে তাঁর কাছ থেকে রোমান্টিক সম্পর্কের সুবিধা নেওয়া। এ ক্ষেত্রে প্রথম সম্পর্ক ভেঙে গেলে ওই ব্যক্তির ‘ইমোশনাল ড্যামেজ’ অনেক কম হয়।


সহজেই বিকল্প সম্পর্কে ডুবে যেতে পারেন। তবে এ রকমটা হয় খুব কম। অনেকে এমনিতেই এক বা একাধিক ব্যক্তিকে ‘বেঞ্চিং’ করে রাখেন। এভাবে তিনি নিজেকে মানসিকভাবে ‘পাওয়ারফুল’ ভাবেন। তাঁদের অনেক সময় ‘প্লে বয়’ বা ‘প্লে গার্ল’ বলে। এগুলো একধরনের সাইকোলজিক্যাল ডিজঅর্ডার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও