নতুন সংকটে চামড়া খাত, রপ্তানি আদেশ পিছিয়ে যাচ্ছে
বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পাওয়া চামড়া খাতের বাংলাদেশের সাতটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চট্টগ্রামের কালুরঘাটের রিফ লেদার। কারখানাটিতে প্রক্রিয়াজাত করা ১ লাখ ২০ হাজার বর্গফুট প্রস্তুত (ফিনিশড) চামড়া চূড়ান্ত পরিদর্শনের জন্য গত শুক্রবার চীন থেকে ক্রেতা প্রতিনিধি আসার কথা ছিল। কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্রেতারা তাঁদের এই সফর বাতিল করেছেন। ফলে এই বিপুল পরিমাণ চামড়া রপ্তানি সাময়িকভাবে আটকে গেছে।
এ ছাড়া রিফ লেদারকে দেওয়া জাপানের একটি ক্রেতা প্রতিষ্ঠানের আড়াই লাখ বর্গফুট চামড়ার ক্রয়াদেশও পিছিয়ে দেওয়া হয়েছে। আর ইতালির একটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই থেকে আড়াই লাখ বর্গফুট চামড়ার ক্রয়াদেশের চুক্তিও অনিশ্চয়তার মুখে পড়েছে। শুধু তা-ই নয়, ইন্টারনেট না থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চার দিন (১৯-২২ জুলাই) বন্ধ থাকায় রিফ লেদারের আমদানি করা রাসায়নিক আটকে ছিল বন্দরে। রাসায়নিকের সংকটে সাত দিন উৎপাদন বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সংকট
- চামড়া খাত