টাইফয়েড ও প্যারাটাইফয়েডের পার্থক্য জানেন তো?

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১৮:১৫

বর্ষাকালে টাইফয়েডের জীবাণু ছড়ায় অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে। এ কারণে বাড়ে টাইফয়েড ও প্যারাটাইফয়েডের প্রকোপ। এ দুই ধরনের জ্বরই বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। প্রতিবছর লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়, মারা যায়। টাইফয়েড সম্পর্কে সবার কমবেশি জানা থাকলেও প্যারাটাইফয়েড সম্পর্কে খুব বেশি ধারণা সবার নেই। অনেকেই দুটি রোগকে একই মনে করেন। কিন্তু আসলেই কি তা-ই?



টাইফয়েড ও প্যারাটাইফয়েড দুটি আলাদা রোগ হলেও লক্ষণে কিছু মিল আছে। টাইফয়েড যে ব্যাকটেরিয়া জীবাণু দিয়ে হয়, সেই একই গোত্রের অন্য জীবাণু দিয়ে হয় প্যারাটাইফয়েড। টাইফয়েডের জন্য দায়ী জীবাণু হলো সালমোনেলা টাইফি। আর প্যারাটাইফয়েডের জন্য দায়ী জীবাণু হলো সালমোনেলা প্যারাটাইফি এ, বি ও সি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও