![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F2e4531f0-417b-4cd9-bb11-ea33577f76b7%252F491558-01-02.jpg%3Frect%3D239%252C0%252C2345%252C1563%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
লিফটে আটকা ১ ঘণ্টা ১১ মিনিট!
প্রথম আলো
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ১১:৫৬
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অনুষ্ঠিত কমিক–কন উৎসবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জেনিফার গার্নার। গত শুক্রবার মুক্তি পাওয়া মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন-এর জন্য কমিক–কনে গিয়েছিলেন তিনি। কিন্তু বিধি বাম! উৎসবের লিফটে তিনি আটকা পড়ে ছিলেন এক ঘণ্টার বেশি সময়। খবর ভ্যারাইটির
লিফটে ১ ঘণ্টা ১১ মিনিট আটকে ছিলেন। কী চলছিল তাঁর মনে? এমন প্রশ্নের উত্তরে মজা করে গার্নার বলেন, ‘আমি তো উলভারিনকে ডাকতে পারতাম (সাহায্যের জন্য), ডেডপুলকেও ডাকা যেত। তবে সবাই আমরা সিঁড়ির কথা ভাবছিলাম।’
অভিনেত্রী জানান, ৩৫ মিনিট লিফটে আটকে থাকার পর তিনি বসে পড়েন। তাঁর ভাষ্যে, ‘কী আর করব, অনেকক্ষণ অপেক্ষার পর বসে পড়ি। ১ ঘণ্টা ১১ মিনিট পর উদ্ধারকারী এসে দরজা খোলেন।’
- ট্যাগ:
- বিনোদন
- লিফটে আটকা
- জেনিফার গার্নার