ভারতের কাছে হারের পর তুমুল ঝগড়ায় জড়ান ওয়াসিম-ওয়াকার

যুগান্তর প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৯:৪৮

নব্বইয়ের দশকে পেস জুটিদের রাজত্ব দেখেছে বিশ্ব ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ-কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড-শন পোলক বা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা-ড্যামিয়েন ফ্লেমিংরা ব্যাটারদের ত্রাস ছিলেন। এশিয়ায় সে সময় এমন বোলিং জুটি বলতে ছিল শুধুই পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস।


পাকিস্তানকে বহু সাফল্য এনে দেওয়া এই দুই পেসারের একসময় দারুণ বন্ধুত্ব ছিল। কিন্তু ক্রমেই তাদের সম্পর্ক বিষিয়ে ওঠে। নিজের আত্মজীবনী ‘কন্ট্রোভার্শালি ইউরস’-এ ওয়াসিম-ওয়াকারের দ্বন্দ্ব নিয়ে আরেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার লিখেছিলেন, ‘আমরা দিল্লি টেস্ট হারার পর ওয়াকারের সঙ্গে তর্কে জড়ান ওয়াসিম। অবস্থা এতটাই বেগতিক হয় যে, শোনা গিয়েছিল ওয়াকারকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও