টাইফুনের অবশিষ্টাংশের প্রভাবে চীনে বৃষ্টি, বন্যায় আরও ৪ মৃত্যু

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ১৬:৩৬

টাইফুন গায়েমির অবশিষ্টাংশের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। প্রদেশটির বন্যাকবলিত এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।


মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া গায়েমির প্রভাবে ওই অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।


কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিতে গুরুত্বপূর্ণ বাঁধ ও ভেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে গেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় দুর্যোগ প্রতিরোধ ও কৃষি সহায়তার জন্য তিন কোটি ৩০ লাখ ডলার তহবিল মঞ্জুরের ঘোষণা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও