প্রতারণামূলক ফোনকল শনাক্তে নতুন সুবিধা আনছে গুগল
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ২২:১২
প্রতারণামূলক ফোনকল স্বয়ংক্রিয়ভাবে শনাক্তের জন্য নিজেদের ফোন অ্যাপে নতুন স্ক্যাম শনাক্তকরণ টুল যুক্ত করতে যাচ্ছে গুগল। ‘শার্পি’ কোডনামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্ক্যাম শনাক্তকরণ টুলটি ফোনকল করা নম্বরের ইতিহাস যাচাই করে সেটি স্ক্যাম কল কি না, তা শনাক্ত করবে। শুধু তা-ই নয়, স্ক্যাম কল হলে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি কলটি নিজে থেকেই ব্লক করে দেবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্ক্যাম কল থেকে নিরাপদ থাকবেন।
অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, শার্পি এআই টুলটিতে ব্যবহার করা হবে গুগলের জেমিনি ন্যানো এআই প্রযুক্তি। ফলে গুগলের ফোন অ্যাপ সহজেই ফোনকলের বিষয়, কণ্ঠস্বরের পরিবর্তন তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে সেটি সন্দেহজনক বা প্রতারণমূলক ফোনকল কি না, তা শনাক্ত করতে পারবে।