সন্তানের জন্মদিনে মদ ও ধূমপান ছেড়েছেন রণবীর
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১৯:৩২
                        
                    
                মেয়ে রাহা জন্মানোর আগে মৃত্যুকে মোটেও ভয় পেতেন না বলিউড সুপারস্টার রণবীর কাপুর। কিন্তু বাবা হওয়ার পর থেকে মৃত্যুভয় তাড়া করে এই বলিউড তারকাকে। শুধু তা–ই নয়, রাহা আসার পর থেকে জীবন অনেকটা বদলে গেছে বলে মনে করেন তিনি। নিখিল কামাথের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রণবীর।
সেখানে সিনেমা থেকে ব্যক্তিগত জীবন—কথা বলেছেন নানা প্রসঙ্গে। এই সাক্ষাৎকারেই রণবীর জানান, মেয়ের রাহার জন্মের পর অনেক বদভ্যাস ছেড়েছেন তিনি।
 
                    
                 
                    
                