গেট ভেঙে হামলা-লুট, জীবন বাঁচাতে ছাদে ওঠেন পিবিআই সদস্যরা
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ২০:৫৪
                        
                    
                বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে দক্ষিণ বনশ্রীর পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ অফিসে ১০০০/১২০০ জন দুষ্কৃতকারী ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কারণে পিবিআই অফিসে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে ভবনের ছাদে ওঠেন। এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের রক্ষা করেন। দুষ্কৃতকারীরা এসময় পিবিআই অফিসের ৭৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
- ট্যাগ:
 - বাংলাদেশ
 - সদস্য
 - হামলা
 - এপিবি্
 - গেট ভেঙ্গে