ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হোক
জামায়াত-বিএনপির দীর্ঘদিনের ক্ষমতায় না থাকার যে ক্ষোভ এবং অপ্রাপ্তি রয়েছে সেটির বহিঃপ্রকাশ হিসেবে তারা চাচ্ছিল যে কোটা সংস্কার আন্দোলন যেকোনোভাবেই ঘোলাটে হয়ে যাক। সরকারের পক্ষ থেকে সরলভাবে সমাধানের চিন্তা থাকার পর বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়। এখানে উল্লেখ না করলেই নয় যে, সহজ বিষয়কে কিছুটা সরলভাবে দেখতে গিয়ে যে অনাকাঙ্খিত পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমরা সত্যিই শঙ্কিত এবং ব্যথিত হয়েছি।
সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সরকার এমন সরল বিশ্বাসকে কুচক্রী মহল এত নিকৃষ্টভাবে ব্যবহার করতে চাইবে সেটি ভাষায় প্রকাশযোগ্য নয়। সরকারের এটি বুঝা উচিত ছিল সরকার-বিরোধীরা যেকোনো মূল্যে কোটা সংস্কার কিংবা বাতিলের চেয়ে বরং এই আন্দোলনকে পুঁজি করে সরকারের পতনের চিত্রটি দেখতে চায়। শুধু কোটা ইস্যু নয় যেকোনো ইস্যুতেই তারা সুযোগ নিতে চায়- সেটি ইতিমধ্যেই প্রমাণিত।