অলিম্পিকে বাংলাদেশের হয়ে তিনবার অংশ নিয়েছেন এই সাঁতারু, শুনিয়েছেন দারুণ কিছু অভিজ্ঞতা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪, ১৭:০২
সিডনি হারবারে ‘মৌমাছি’
২০০০ সালে সিডনি অলিম্পিকের ফাঁকে বিখ্যাত হারবার ব্রিজ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দের। সেখানে ব্রিজের পাশে মৌমাছি সেজে ঘুরছিল একদল স্বেচ্ছাসেবী। ডলি একটু ইতস্তত, সামনে যেতে দ্বিধা। এ আবার কী! তাঁর সাহায্যে এগিয়ে এলেন সঙ্গী শুটার সাবরিনা সুলতানা, সাঁতারু কারার সামেদুল। ‘তাঁরা বললেন, এগুলো সত্যিকার মৌমাছি না রে। এত ভয় পাস কেন...।’ টুকরো এই স্মৃতিটা বলতে বলতে নিজেই হেসে ফেললেন ১৯৯৯ সাল থেকে ২০১০ পর্যন্ত চারটি দক্ষিণ এশিয়ান গেমস খেলা ডলি। সাফ গেমসে গোটা পাঁচেক রুপার সঙ্গে ইন্দো-বাংলা গেমসে নয়টি সোনা জেতার পরিতৃপ্তি যাঁর সাঁতারজীবনকে দিয়েছে পূর্ণতা।
- ট্যাগ:
- লাইফ
- বাংলাদেশের
- অভিজ্ঞতা
- অলিম্পিকে
- সাঁতারু