চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৯:২৫
                        
                    
                সদ্য মুক্তি পাওয়া ‘মির্জাপুর ৩’ সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন ভাল, আবার কেউ বলছেন আগের সিজনের চেয়ে ভাল করতে পারেনি। কিন্তু সব মিলিয়ে সিরিজের তিন নম্বর কিস্তির পর আগ্রহ জন্মায় চতুর্থ কিস্তি দেখার। তাইতো দর্শকদের হতাশ করতে চাননি সিরিজের পরিচালক আনন্দ আইয়ার। শোনা যাচ্ছে, ‘মির্জাপুর ৪’ এর জন্য পুরোপুরি প্রস্তত রয়েছে আনন্দের টিম।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে ‘মির্জাপুর ৪’। সিরিজটি নিয়ে কিছু তথ্য ফাঁস করে পরিচালক আনন্দ বলেছেন, ‘আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে আসতে পারে ‘মির্জাপুর ৪’।’