![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F860e7717-2158-4a79-8033-9c6cb61712d2%252FEl-mayo.jpg%3Frect%3D28%252C0%252C719%252C479%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
যুক্তরাষ্ট্রে ধরা পড়লেন বিশ্বের অন্যতম বড় মাদকসম্রাট
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১৮:২০
মেক্সিকোর কুখ্যাত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতা ইজমায়েল ‘এল মায়ো’ জামবাদাকে গ্রেপ্তার করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার টেক্সাসের এল পাসো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এল মায়োকে বিশ্বের অন্যতম বড় মাদকসম্রাট হিসেবে ধরা হয়।
ইজমায়েল জামবাদা (৭৬) ও হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যান সিনালোয়া কার্টেল গঠন করেন। এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র
- মাদকসম্রাট
- ধরা পড়ল