You have reached your daily news limit

Please log in to continue


২০২৪ সালে বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কততম

২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। এ দেশের নাগরিকেরা বিনা ভিসায় বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। ২৩ জুলাই প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব–সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।

বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। মোট ১০৩টি অবস্থানের এই তালিকায় স্থান পেয়েছে ১৯৯টি দেশ ও অঞ্চল। এ তালিকায় দুর্বলতম দেশ আফগানিস্তান। সূচকে বাংলাদেশের অবস্থানও তলানির দিক থেকে ৭ নম্বরে, অর্থাৎ ৯৭তম। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে ফিলিস্তিন। এই দেশ দুটির পাসপোর্টধারী নাগরিকেরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন